Call

ইংরেজী শেখার সবচেয়ে সহজ বই হচ্ছে s@ifurs প্রকাশনীর ১.Grammar=পানি                                 ২. জিরো টু হিরো এই দুটি বইয়ে একদম বেসিক লেবেল থেকে ইংরেজি শেখার সুন্দর কিছু নিয়ম কানুন রয়েছে।। এই বই দুটি পড়ে শেষ করতে পারলে আমি আশাবাদী যে আপনি ইংলিশের প্রতি ভীতি কেটে যাবে, সহজেই বুঝতে পারবেন।।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইউটিউবে অনেক ভালো ভালো টিচার ইংরেজি শেখার ভিডিও আপলোড করে। এখান থেকেই ভিডিও দেখে, প্রাকটিস করে, আপনি খুব সহজেই ইংরেজিতে ভালো করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • আপনি ইংরেজি মুভি দেখার অভ্যাস করতে পারেন। সেখানে খেয়াল ককরবেন তারা কিভাবে কথা বলে। 
  • বেশি বেশি ইংরেজি সাহিত্য বা পত্রিকা পড়বেন।
  • ইউটিউবে 'Amader School' বা অন্য কোন চ্যানেলে ইংরেজি শিখতে পারেন। 
  • Advanced Learners communicative English বইটি পড়তে পারেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, তাই শিখতে কষ্ট হয়। চেষ্টা করলে, সব সম্ভব। এ জন্য যা যা করতে হবে।

  • একজন ভালো বন্ধু নির্বাচন করুন আর তার সাথে ইংরেজিতে কথা বলতে শুরু করুন।
  • ইংরেজি সংবাদ পত্র পড়তে পারেন।
  • ফেসবুকে Search English গ্রুপে এড হোন।
  • নিজে নিজে প্রতিটি কথা বলতে ইংরেজিতে বলতে চেষ্টা করুন।
  • যেকোন Word book কিনুন এবং অবসর সময়ে পড়ার চেষ্টা করুন। 
  • গ্রামারের বিভিন্ন জিনিস যেমন Tense, Sentence, Number, Verbi list, Right from verb ভালোভাবে পড়ুন।
  • "play store" থেকে ইংরেজি ভাষার সাথে সম্পর্ক যুক্ত এমন অ্যাপ ডাউনলোড করে নিন।
  •  YouTube এ বা টিভিতে ইংলিশ মুভি দেখতে পারেন। বিভিন্ন ইংরেজি কার্টুন দেখতে পারেন।
  • যে কোনো বিষয় নিয়ে খাতায় লিখার চেষ্টা করুন লিখা শেষ হলে তা বার বার বলার চেষ্টা করুন।
  • আয়নার সামনে গিয়ে ইংরেজিতে একা একা কথা বলুন।
  • পরিবারের সদস্যদের সাথেও প্রয়োজনে ইংরেজীতে কথা বলুন এবং কি বলেছেন জানতে চাইলে তাদেরকে মানে বুঝিয়ে দিন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

#ইংরেজি_মাস্টার_এখন_আপনার_কিবোর্ডে


সবাই আমাদের ইংরেজি শেখার জন্য ইংরেজি প্রাকটিস করতে বলে  এজন্যই অনেকেই আমাদের ইংরেজি সিনেমা, ইংরেজি ড্রামা সিরিজ দেথতে বলেন  হ্যা এগুলো ছাড়া আপনি ইংরেজি স্পোকেন লেভেল এনং লিচেনিং লেভেল সহজেবাড়াতে পারবেন না। কিন্তু সঠিক ইংরেজি জানতে হলে আপনাকে অবশ্যই‌ সঠিক ইংরেজি গ্রামার জানতে হবে। 


এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে-

স্পোকেন লেভেল বাড়ানোর জন্য না হয় ইংরেজি সিনেমা কিংবা ইরেজি ড্রামা সিরিজ দেখবো, কিন্তু ইংরেজি গ্রামার ঠিককরার জন্য কিভাবে প্রাকটিস করবো? কার সাথে করবো


আপনি যদি খুব একগ্র হন যে আমি ভুল  রাখবো, তবেই আপনার মাস্টার আপনাকে ছাড় দিবে  মাস্টারের নাম শুনতেইচ্ছা করছে না? আচ্ছা আপনার মাস্টার এর নামটা বলেই দেই- হ্যা ইংরেজি স্যার এর নাম গ্রামারলি ( Grammarly) গ্রামারলি স্যার কে কম্পিউটার এবং মোবাইল দুটোতেই ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটার  ব্রাউজারএক্সটেনশন টুল এবং মোবাইল  কিবোর্ড হিসেবে পাবেন। 

মোবাইল ভার্সন ফিচার :

*  আপনি আপনার কিবোর্ড দিয়ে কোন বাক্য লেখার সাথে সাথে আপনার মাস্টার ইংরেজি গ্রামার ভুল ধরার চেষ্টা করবে 

*  আপনি কোন বাক্য লেখার পর যেকোন গ্রামাটিক্যাল ভুল থাকলে আপনাকে নোটিফিকেশন দিবে।

*  আপনি কোন ভুল শব্দ ( বানান যদিও সঠিক )বাক‌্যে রাখলে আপনাকে তা জানাবে 

*  আপনাকে ভোকাবুলারি শেখাবে। কারণ আপনার ইংরেজি বাক্যে রাখা যেকোন শব্দের উপর চাপ দিলে  শব্দেরসমার্থক সকল শব্দ পেয়ে যাবেন। আপনি কি ভুল দেখার পরেও ঠিক করার ইচ্ছা রাখবেন না!

*  আপনাকে কোয়ালিটি শব্দ বাছাই করে দিবে যদি আপিনি কম কোয়ালিটির শব্দ বাক‌্যে ব‌্যবহার করে থাকেন।


ডাউনলোড লিঙ্ক 


https://bit.ly/2P8vVOF


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ