HMMOBAROKBD

Call

আপনি যদি চট্টগ্রাম এর হয়ে থাকেন৷ তবে- চট্টগ্রাম জেলা আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়ায় ১৯৭৭সালে প্রতিষ্ঠিত তরতীলুল কুরআরন মাদ্রাসাতে দীর্ঘ ৩যুগ ধরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বৎসরে ২বার  কেরাত প্রশিক্ষন হয়ে থাকে।খুবই অল্প সময়ে৷  প্রতি বৎসর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০জনের মত বিশ্ব¦বিদ্যালয়, মসজিদের ইমাম, মাদ্রাসা, স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা কেরাত প্রশিক্ষণ কোর্সে অংশ প্রহন করেন। কেরাত প্রশিক্ষণ কোর্সের কারী মাওলানা সাইফুল্লাহ জানান এবারে কেরাত প্রশিক্ষণ কোর্সে সারাদেশ থেকে ৩২৫ জন বিভিন্ন স্তরের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।   আনোয়ারা বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার প্রতিষ্টাতা প্রবিণ মুরব্বি উস্তাযুল র্কুরা আল্লামা কারী আব্দুল গণি একজন বাংলাদেশের শ্রেষ্ট কারী হিসেবে পরিচিত, প্রায় শত বছর বয়সী এই আলেম বাংলাদেশ সহ সারা বিশ্বে কুরআনের আলো ছড়িয়েছেন ও সারা বিশ্বে তার হাজার হাজার ছাত্র রয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ