না গ্রামার এর নিয়ম না জানলে আপনি কোনভাবেই ইংরেজি ভাষা শিখতে পারবেন না ।বিশেষ করে টেনস জানা অত্যাবশক প্রযোজন গ্রামার এর ইংরেজির ভাষা রপ্ত করতে হলে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
PrinCeManik

Call

হ্যা । ইংরেজি ভাষা শিখতে হলে গ্রামার সর্ম্পকে জ্ঞান থাকতে হবে। তা না হলে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা। অথচ আমরা কিছু ব্যাক্তি ব্যাতিত অন্যরা বাংলা ব্যাকারণ এর কিছু জানি না। তেমনি যাদের মাতৃভাষা ইংরেজি তাদের ইংরেজি গ্রামার ও ঠিক কিছু ব্যাক্তি ব্যাতিত অন্যরা জানে না। আমাদের মাতৃভাষা বাংলা। আমরা যদি এখন ইংরেজি ভাষা খুব ভালোভাবে শিখতে যাই। তবে অবশ্যই ইংরেজি গ্রামার ভালো করে শিখতে হবে। তা না হলে ইংরেজি শেখা সম্ভব হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অবস্যই শিখা যাবে, কারন আমরা জন্মের পর বাংলা গ্রামার সহ বাংলা ভাষা বলতে শিখিনাই দুই একটা শব্দ শিখিছি তার পরে ভাষা বলতে শিখিছি যেমন: বাবা মা দাদা কাকা মামা। যদিও ইংরেজি ভাষা বাংলার চাইতে সহজ কিন্ত আমরা র্চচা করিনা। আমি যখন ইংরেজি ভাষা শিখতে লেংগুয়েজ সেন্টারে গেছিলাম আমাকে তারা বললো if you talk English word by word then you will be English Lecturer যদিও চর্চা করিনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মাতৃভাষা ছাড়া যেকোনো ভাষা জানার জন্যই আপনাকে ঐ ভাষার গ্রামার জানতে হবে । আপনি নিজ গ্রামে হাটা চলা করতে পারবেন ভালোভাবে কিন্তু নতুন গ্রামে গিয়ে পারবেন না বার বার হোচট খাবেন তখন আপনার একটি গ্রামের মানচিত্র লাগবে । ঠিক তেমনি অন্য ভাষা এক্ষেত্রে ইংরেজি ভালোভাবে আয়ত্ত করার জন্য আপনার ইংরেজি গ্রামার জানতেই হবে বলা যায় অনেকটা বাধ্যতামুলক । আপনি ইংরেজি কথপকোথন করতে পারলেও লেখার জন্য ইংরেজি গ্রামার লাগবেই আপনার । ধরুন 

  • আমি বললাম আপনাকে " how??" এখানে কথপোকোথনের ক্ষেত্রে এটি বুঝাবে কেমন আছো আপনি বলে দিলেন "Fine" এই বলার জন্য অতটা গ্রামার লাগছে না কিন্তু এখন যদি লিখতে যান একি কথার কত রূপ তখন আসে যেমন 
  • How are you??
  • How was you??
  • এখানেই আপনার গ্রামার লাগবে লেখার ক্ষেত্রে। কখন কোন verb বসবে ইত্যাদির জন্যই আপনার গ্রামার লাগবে। আশা করি বুঝাতে পেরেছি । 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

#ইংরেজি_মাস্টার_এখন_আপনার_কিবোর্ডে সবাই আমাদের ইংরেজি শেখার জন্য ইংরেজি প্রাকটিস করতে বলে । এজন্যই অনেকেই আমাদের ইংরেজি সিনেমা, ইংরেজি ড্রামা সিরিজ দেথতে বলেন । হ্যা এগুলো ছাড়া আপনি ইংরেজি স্পোকেন লেভেল এনং লিচেনিং লেভেল সহজে বাড়াতে পারবেন না। কিন্তু সঠিক ইংরেজি জানতে হলে আপনাকে অবশ্যই‌ সঠিক ইংরেজি গ্রামার জানতে হবে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে- স্পোকেন লেভেল বাড়ানোর জন্য না হয় ইংরেজি সিনেমা কিংবা ইরেজি ড্রামা সিরিজ দেখবো, কিন্তু ইংরেজি গ্রামার ঠিক করার জন্য কিভাবে প্রাকটিস করবো? কার সাথে করবো আপনি যদি খুব একগ্র হন যে আমি ভুল ই রাখবো, তবেই আপনার মাস্টার আপনাকে ছাড় দিবে । মাস্টারের নাম শুনতে ইচ্ছা করছে না? আচ্ছা আপনার মাস্টার এর নামটা বলেই দেই- হ্যা ইংরেজি স্যার এর নাম গ্রামারলি ( Grammarly) । গ্রামারলি স্যার কে কম্পিউটার এবং মোবাইল দুটোতেই ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটার এ ব্রাউজার এক্সটেনশন টুল এবং মোবাইল এ কিবোর্ড হিসেবে পাবেন। মোবাইল ভার্সন ফিচার : * আপনি আপনার কিবোর্ড দিয়ে কোন বাক্য লেখার সাথে সাথে আপনার মাস্টার ইংরেজি গ্রামার ভুল ধরার চেষ্টা করবে । * আপনি কোন বাক্য লেখার পর যেকোন গ্রামাটিক্যাল ভুল থাকলে আপনাকে নোটিফিকেশন দিবে। * আপনি কোন ভুল শব্দ ( বানান যদিও সঠিক )বাক‌্যে রাখলে আপনাকে তা জানাবে । * আপনাকে ভোকাবুলারি শেখাবে। কারণ আপনার ইংরেজি বাক্যে রাখা যেকোন শব্দের উপর চাপ দিলে ঐ শব্দের সমার্থক সকল শব্দ পেয়ে যাবেন। আপনি কি ভুল দেখার পরেও ঠিক করার ইচ্ছা রাখবেন না! * আপনাকে কোয়ালিটি শব্দ বাছাই করে দিবে যদি আপিনি কম কোয়ালিটির শব্দ বাক‌্যে ব‌্যবহার করে থাকেন।আরো ডাউনলোড লিঙ্ক https://bit.ly/2P8vVOF

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ