Share with your friends
Call

নিজের এড বসাতে চাইলে এড এর ছবি বা এনিমেটেড ছবি টি আপ্লোড করে নিন।

তারপর widget থেকে এড করে নিন।

 <a target="_blank" href="#"><img src="##" alt="Sidebar Ad" /></a> 

# এর জায়গায় কোন লিঙ্ক দিতে চাইলে

আর ## এর জায়গায় আপনার আপ্লোড কৃত ছবির লিঙ্ক দিবেন। 


বিনামুল্যের ওয়ার্ডপ্রেস সাইটে (ওয়ার্ডপ্রেস ডটকম ) বিজ্ঞাপন ব্যবহার করা যায় না। সেটা করার ব্যবস্থা নেই এটাই যথেষ্ট না, আপনি কোনভাবে যদি চেষ্টা করেন সেটা তাদের বিনামুল্যে সেবা গ্রহনের রীতি ভংগ। কাজেই সাইটে বিজ্ঞাপন ব্যবহারের চেষ্টা করবেন না। ধরে নেয়া হচ্ছে আপনি নিজস্ব হোষ্টিং ব্যবহার করছেন। কোন বিজ্ঞাপনদাতার সাথে আপনার যোগাযোগ হয়েছে যার বিজ্ঞাপন সাইটে রাখলে আপনি অর্থ পাবেন। বিজ্ঞাপনটি কিভাবে যোগ করবেন জেনে নিন। সাইডবারে বিজ্ঞাপন যোগ করা: কাজটি খুব সহজ। অধিকাংশ ক্ষেত্রেই বিজ্ঞাপনের জন্য কিছু কোড ব্যবহার করতে হয়। আপনার সাইডবারে টেক্সট উইজেট যোগ করুন এবং সেখানে বিজ্ঞাপনের কোড কপি করে দিন। পোষ্টের মধ্যে বিজ্ঞাপন যোগ করা: অনেকে দুটি পোষ্টের মাঝখানে বিজ্ঞাপন ব্যবহার করেন। একাজ করার জন্য বিজ্ঞাপনের কোডটি কপি করে সিএসএস ফাইলে পেষ্ট করতে হবে। . ড্যাসবোর্ডে এডিটর লিংকে ক্লিক করুন। . index.php ক্লিক করে সেটা ওপেন করুন। . লেখা খুজে বের করুন। কার্সরকে এর ঠিক আগে রাখুন। . কার্সরের যায়গায় টাইপ করে দিন ১ লেখার কারনে প্রথম পোষ্টের পর বিজ্ঞাপন দেখা যাবে। এখানে অন্য সংখ্যা ব্যবহার করতে পারেন। . লেখা খুজে বের করুন। . লেখার শেষে কোডটি পেষ্ট করুন। . আপডেট ফাইল কমান্ড দিয়ে পরিবর্তনটি সেভ করুন। এর ফলে বিজ্ঞাপনটি আপনার ব্লগে নির্দিষ্ট পোষ্ট এর পর দেখা যাবে।