আগে আপনার সাইটে এডসেন্স এপ্রোভ করাতে হবে। ভালো মানের কপিমুক্ত 20-25টা 500-700 ওয়ার্ডের আর্টিক্যাল পোস্ট করে তারপর এ্যাপ্লাই করতে হবে। যখন এপ্রুভ হবে তখন এড ইনসার্টার প্লাগইন বা header.php তে ট্যাগ শেষ হওয়ার আগে এডসেন্স অটো এডস কোড বসিয়ে নিলেই হবে। 4/5 ঘন্টার মধ্যেই আপনার সাইটে এডস শো করবে।