শেয়ার করুন বন্ধুর সাথে

উপকরণ : চিড়া ৩০০ গ্রাম, গুড় পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : চিড়া শুকনো করে ভেজে রাখুন। চিড়া ভাজা হলে ভালো করে ঝাড়ূন। গুড়ে পানি দিয়ে জ্বাল দিন। গুড়ের সিরা ঘন হয়ে আঠা আঠা হলে এতে চিড়া দিয়ে নামিয়ে হাতে নিয়ে গোল গোল করে মোয়া তৈরি করুন।