শেয়ার করুন বন্ধুর সাথে

 চুল পড়া রোধে করণীয়ঃ  তেল চুলকে মজবুত রাখে। তাই নিয়মিত তেল ব্যাবহার করা জরুরী। তেলের সাথে কেস্টর অয়েল ব্যবহার করা যেতে পারে। এটি নতুন তুল গজাতে সাহায্য করে।  অ্যালোভেরা চুলকে আর্দ্র রাখে। প্রতিদিন রাতে আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ম্যাসাজ করলে চুল পড়া কমে যায়।  মেথি চুলকে দ্রুত বৃদ্ধি করে। আধা কাপ নারকেল তেলে ১ চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করার পর ১ ঘণ্টা রাখতে হবে এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। যষ্টিমধুর মধ্যে উপস্থিত অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য উপাদান চুলকে শক্তিশালী করে ও চুলের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে। মাথার ত্বকে ব্রন বা খুশকির সমস্যা দূর করে। ১ টুকরো যষ্টিমধুর সাথে নারিকেল তেল মিশিয়ে চুলে দিতে হবে। এটি সারারাত রেখে সকালে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি সপ্তাহে 2 বার ব্যাবহার করলে দ্রুত ফলাফল পাওয়া যাবে। চুল পড়ার কারণঃ চুল পড়ার কারণ জানুন!