যদি পেশাবের ছিটা কাপড়ে লেগে যায়, আর তা সুচের মাথার ন্যায় ক্ষুদ্র-ক্ষুদ্র হয় তাহলে তা মাফ এবং কোন সমস্যা ছাড়াই নামায সহীহ হয়ে যাবে। আর যদি বেশী হয়ে আয়তনে অনূর্ধ্ব এক দেরহাম (হাতের তালুর মাঝের নিচু অংশ) পরিমাণ হয়ে যায় তাহলে ধুয়ে নেয়া ওয়াজিব। না ধুয়ে নামায পড়লে মাকরূহে তাহরীমীর সাথে নামায হয়ে যাবে, অবশ্য উক্ত নমায দ্বিতীয়বার পড়তে হবে। আর যদি এক দিরহামের চেয়ে বেশী হয় বা বিভিন্ন জায়গায় ছিটা লাগে আর তার পরমিান এক দিরহামের চেয়ে বেশী হয়ে যায় তাহলে তা না ধুয়ে নামায পড়া যাবে না। বরং উক্ত কাপড়ে নামায পড়তে চাইলে নাপাকী দূর করার জন্য তা ধুয়ে নেয়া ফরজ। তবে কেউ যদি কাপড়ের পেশাব লাগার স্থানটি ভুলে যায়, সুনির্ধারিত ভাবে বুঝতে না পারে যে, কাপড়ের কোন অংশে পেশাব লেগেছে , তাহলে চিন্তা-ফিকির করে একটি জায়গা নির্ধারণ করে ঐ জায়গাটি ধুয়ে নিবে। এভাবেও উক্ত কাপড় পাক হয়ে যাবে। কিন্তু পরবর্তিতে যদি তার নিকট স্পষ্ট হয়ে যায় যে, পেশাব অন্য জায়গায় লেগেছে, তাহলে ঐ কাপড় পরিধান করে যে কয় ওয়াক্ত নামায পড়েছে তা আবার পুনরায় পড়ে নিতে হবে। [ তথ্যসূত্র- ফাতওয়ায়ে আলমগীরী, আদ্দুররুল মুখতার, ফাতওয়ায়ে দারুল উলূম]