শেয়ার করুন বন্ধুর সাথে

সক্রিয়তা সিরিজের গুরুত্বঃ  সক্রিয়তা সিরিজ থেকে ধাতুসমূহের রাসায়নিক ধর্ম ও প্রকৃতি সম্পর্কে সঠিকভাবে ধারণা লাভ করা যায়। নিচে সক্রিয়তা সিরিজের গুরুত্ব ব্যাখ্যা করা হলোঃ ১.  বিভিন্ন ধাতব লবণের সাথে অন্য ধাতুসমূহ বিক্রিয়া করে কিনা তা দেখে, একটি ধাতু অন্য কোন ধাতু অপেক্ষা বেশি সক্রিয় কিনা তা নির্ণয় করা যায়। যেমনঃ কপার সালফেটের সাথে জিংক ধাতু বিক্রিয়া করে জিংক সালফেট ও কপার উৎপন্ন করে। Zn + CuSO₄ --------> ZnSO₄  + Cu এক্ষেত্রে জিংক ধাতু কপারকে প্রতিস্থাপন করে। কিন্তু জিংক সালফেটের সাথে কপার যোগ করলে কোন বিক্রিয়া ঘটে না। ZnSO₄  + Cu  ------> No Reaction. কারণ এক্ষেত্রে কপার, জিংক ধাতুকে প্রতিস্থাপন করতে পারে না। এ থেকে বোঝা যায় জিংক ধাতু কপার ধাতু অপেক্ষা অধিক সক্রিয়। ২. সক্রিয়তা সিরিজ থেকে ধনাত্মক চার্জধর্মী মৌলগুলোর রাসায়নিক ধর্মের তুলনামূলক ধারণা লাভ করা যায়। ৩. এই সিরিজ থেকে সহজে বোঝা যায় যে, হাইড্রোজেনের উপরে যে সকল ধাতু আছে সেই ধাতুগুলি বিভিন্ন অ্যাসিড হতে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। যেমনঃ সালফিউরিক এসিডের মধ্যে জিঙ্ক যোগ করলে জিংক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে জিংকের সক্রিয়তা হাইড্রোজেনের থেকে বেশি বলে জিংক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। H₂SO₄ + Zn ------> ZnSO₄  + H₂ আবার সক্রিয়তা সিরিজে যেসব ধাতুর অবস্থান হাইড্রোজেনের নিচে সে সকল ধাতু এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। যেমনঃ কপার সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। কারণ কপারের সক্রিয়তা হাইড্রোজেনের থেকে কম। H₂SO₄ + Cu  ------>  No Reaction. ৪. ধাতুর সক্রিয়তা সিরিজ প্রকৃতপক্ষে ধাতু সমূহের বিজারণ ক্ষমতা অনুসারে সাজানো আছে। এ সিরিজ থেকে কোন ধাতু বিজারক হিসেবে অধিক শক্তিশালী তা জানা যায়। ৫. সক্রিয়তা সিরিজ হতে কোন ধাতুসমূহ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় তা জানা যায়। ৬. এই সিরিজ থেকে কোন ধাতুর বিভব উচ্চ এবং কোন ধাতুর বিভব নিম্ন তা জানা যায়। ৭. একটি ধাতু কোন পদ্ধতিতে নিষ্কাশন করা যায় তা সক্রিয়তা সিরিজ থেকে সহজে জানা যায়।  কাজেই উপরের আলোচনা থেকে বলা যায়, রসায়ন বিজ্ঞানে ধাতুর সক্রিয়তা সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ