শেয়ার করুন বন্ধুর সাথে

ধাতুর সক্রিয়তা (Reactivity) বলতে ধাতুটির অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সক্ষমতা বা দ্রুততা বোঝায়। বিভিন্ন ধাতুর সক্রিয়তা বিভিন্ন। কিছু ধাতু (যেমন- Li, Na, K) খুবই সক্রিয়, কিছু ধাতু (যেমন- Sn, Pb, Fe) কম সক্রিয়, আর কিছু ধাতু (যেমন- Hg, Pt, Au) নিস্ক্রিয়। ধাতুগুলোকে তাদের সক্রিয়তার নিম্নক্রম (অর্থাৎ ধাতুর ইলেকট্রন ত্যাগের কম প্রবণতা)  অনুসারে সাজালে যে সিরিজ পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা সিরিজ (Reactivity Series) বলে। ধাতুসমূহের সক্রিয়তা তুলনা করার জন্য ধাতুসমূহকে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করানো হয়। এ বিক্রিয়াগুলোর মধ্যে বাতাসের অক্সিজেন, ঠান্ডা পানি, স্টীম, লঘু HCl এবং অন্য ধাতুর আয়নের সাথে বিক্রিয়া উল্লেখযোগ্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ