শেয়ার করুন বন্ধুর সাথে

মানুষের হার্টে চারটি ভালব বা কবাটিকা থাকে-মাইট্রাল, ট্রাইকাস্পিড, এয়রটিক, এবং পালমোনারি। এই ভালবগুলি রক্ত নিয়ন্ত্রিতভাবে হার্টের ভিতরে এবং বাইরে চলাচল করতে সাহায্য করে, তার সাথে হার্টে রক্ত যাতে ফিরে না আসে না করে সেটিও নিশ্চিত করে। ভালভুলার হার্ট ডিজিজে হার্টের এই ক্রিয়াটিতে বিঘ্ন ঘটে। বিভিন্ন প্রকারের ভালভুলার হার্ট ডিজিজগুলি হল: রিগারগাইটেশন বা পুনঃনিসরণ: রক্ত ছিদ্র দিয়ে নিঃসৃত হয়ে ভুলদিকে প্রবাহিত হওয়া (পশ্চাদপসরণ)। মাইট্রাল ভালবের স্থানচ্যুতি: যখন মাইট্রাল ভালভের ঢাকনাটি ঠিকভাবে বন্ধ হয়না এবং তা ঢিলা হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ