শেয়ার করুন বন্ধুর সাথে

অনাক্রমণকারী চিকিৎসা ব্যবস্থা চয়ন অর্শের জন্য যদি আপনার অল্প-স্বল্প অসস্তি হয়, তাহলে আপনার ডাক্তারবাবু বাজার চলতি ক্রিম, মলম, সাপোজিটারি বা প্যাড ব্যবহারের পরামর্শ দেবেন। এই পণ্যগুলিতে হাইড্রোকরটিজোন এবং লিডোকেইন থাকে যা সাময়িক ভাবে ব্যথা এবং চুলকানির উপশম করে। ন্যূনতমরূপে আক্রমণকারী চিকিৎসা ব্যবস্থা চয়ন অনবরত রক্তক্ষরণ বা বেদনাদায়ক অর্শের ক্ষেত্রে আপনার ডাক্তারবাবু নিম্ন লিখিত যে কোনও একটি ন্যূনতমরূপে আক্রমণকারী পদ্ধতির সুপারিশ করতে পারেন। এই পদ্ধতিগুলিতে রোগীকে অজ্ঞান করার প্রয়োজন হয় না। এগুলি ডাক্তারখানাতেই করা যায়। রাবার ব্যাণ্ড দিয়ে বন্ধ্যাকরণ ভিতরের অর্শের গোড়ায় একটি বা দুইটি রাবারের ব্যান্ড জড়িয়ে দেওয়া হয় যাতে ফুলে ওঠা অর্শতে রক্তের  প্রবাহ বন্ধ হয়ে যায়। অর্শ তখন শুকিয়ে যায় এবং সপ্তাহ খানেকের ভিতরে পড়ে যায়। এই পদ্ধতি অনেকের ক্ষেত্রেই সাধারণত খুব ভাল ফল দেয়। তবে অর্শের এই ব্যান্ড লাগান খুবই অস্বস্তিকর এবং এতে 2-4 দিন পর থেকে রক্তক্ষরণ হতে পারে। এটা খুব কমই গুরুতর কিন্তু মাঝে মাঝে গুরুতর জটিলতা ঘটতে পারে।   ইনজেকশান (স্ক্লেরোথেরাপি) এই পদ্ধতিতে আপনার ডাক্তারবাবু প্রভাবিত অর্শে একটি রাসায়নিক দ্রবণের ইনজেকশান দেন। এতে অর্শ শুকিয়ে যায়। এই পদ্ধতিতে ব্যথা খুবই অল্প হয় বা হয়ই না তবে এটি রাবার ব্যান্ড বন্ধ্যাকরণের চেয়ে কম কার্যকর পদ্ধতি।   কোয়াগুলেশান (ইনফ্রারেড, লেজার, বা বাইপোলার) এই পদ্ধতিতে লেজার বা ইনফ্রারেড আলো অথবা তাপ ব্যবহার করা হয়। এর ফলে ছোট, রক্ত-ক্ষরিত ভিতরের অর্শ শক্ত হয়ে কুঁচকে যায়। এই পদ্ধতির খুব কমই পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু পুনর্বার অর্শ হওয়ার হার রাবার ব্যান্ড বন্ধ্যাকরণের চেয়ে বেশি।