শেয়ার করুন বন্ধুর সাথে

পাইলস রোগটির সাথে কমবেশি সবারই পরিচিতি রয়েছে। এই রোগটিতে মলদ্বারের আশে পাশের রক্তনালীগুলো ফুলে ব্যথার সৃষ্টি করা। এটি মলদ্বারের ভিতরেও হতে পারে আবার বাইরেও হতে পারে। এতে ব্যথা, চুলকানি বা রক্তপাত হয়ে থাকে। পাইলসের লক্ষণ : - সাধারণত মলদ্বার দিয়ে টাটকা রক্ত ঝরাই একমাত্র লক্ষণ। বিশেষ করে মলত্যাগের সময় মলের এক পাশ দিয়ে টাটকা রক্ত আসতে দেখা যায়। - মলদ্বার দিয়ে রস নির্গত হওয়া যা মলত্যাগের আগে ও পরে ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে। - মলদ্বার বেরিয়ে আসা। - রক্ত শূন্যতা, মলদ্বারে ব্যথা ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ