নিম্নলিখিত উপসর্গগুলি দেখা দিতে পারে সংক্রমণের এক থেকে দুই সপ্তাহ পরে: ব্যায়াম ও পরিশ্রমের সময় নিশ্বাস নিতে অসুবিধা। বুকে চাপ ও তীব্র ব্যাথার অনুভূতি যা পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। বিশ্রামের সময় নিশ্বাস নিতে অসুবিধা। হৃদপিণ্ডের অনিয়মিত স্পন্দন (আরও পড়ুন: ট্যাকিকার্ডিয়ার কারণ)। পায়ে ফোলাভাব। ফ্লুয়ের-মতো উপসর্গ, যেমন, অবসাদ, ক্লান্তিভাব ও শরীরে উচ্চ তাপমাত্রা। হঠাৎ চেতনা হ্রাস পাওয়া।