শেয়ার করুন বন্ধুর সাথে

প্রধান উপসর্গগুলি হলো প্রভাবিত অঙ্গে ওডেমা (ফোলা)। ব্যথা। প্রভাবিত অঙ্গ নাড়াতে অক্ষমতা। প্রভাবিত জায়গায় কালশিটে ভাব। প্রভাবিত জায়গায় সংবেদনশীলতা অনুভব। গ্রেড অনুযায়ী মচকানো শ্রেণীবিভাগ করা যায়: গ্রেড 1 মৃদু: ভার সহ্য করতে পারে। গ্রেড 2 মাঝারি: খোঁড়ানো (গোড়ালি মচকে গেলে)। গ্রেড 3 প্রচণ্ড: হাঁটায় অক্ষমতা।