শেয়ার করুন বন্ধুর সাথে

গ্রন্থিবাতের কোন একটি নির্দিষ্ট চিকিৎসা এখনও নেই। তার মানে এই নয় যে চিকিৎসার প্রয়োজন নেই। আপনি শুনে আশ্চর্য হবেন যে অনেক রোগী নিজেই সাময়িক বেদনা-নাশক ওষুধ ইত্যাদি প্রয়োগ করছেন এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ করছেন না। এতে রোগ বাড়তে থাকে। অবশ্যই একজন অর্থোপেডিক এবং রিউমাটয়িড আর্থ্রাইটিসের ক্ষেত্রে রিউম্যাটোলজিস্টের সাথে পরামর্শ করতে হবে।  বিভিন্ন প্রকারের গ্রন্থিবাতের চিকিৎসার জন্য, বিশেষত অস্টিও-আর্থ্রাইটিস এবং রিউমাটয়িড আর্থ্রাইটিস, ডাক্তারবাবুরা ওষুধ দেন যাতে প্রদাহ এবং ফোলা কমে যায়। জায়গাটি লাল এবং ব্যথা হলে গরম এবং ঠাণ্ডা কম্প্রেস ব্যবহার করা হয়। যাদের রোগ অনেকটাই পুরানো হয়ে গিয়েছে তারা দৈনন্দিন বিভিন্ন কার্যকলাপে, যেমন, হাঁটা, সাইকেল চালানো, জগিং করা এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাতে, অসুবিধা বোধ করেন। ডাক্তারবাবুরা এই সমস্ত রোগীদের অন্তত একটি শারীরিক পরিশ্রমের কাজকর্ম করার উৎসাহ দেন, যেমন যোগ ব্যায়াম, সাঁতার কাটা, এরোবিক্স, যেগুলি হাড়ের জোড়ে কম চাপ দেয় এবং বিভিন্ন প্রকারের নড়াচড়া করায়। গ্রন্থিবাতের চিকিৎসায় ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোগ বাড়তে থাকলে বিভিন্ন রকমের বিকৃতি এবং হাড়ের অতিরিক্ত বৃদ্ধি হতে পারে। এতে চলা ফেরা করা অসুবিধাজনক হয়ে পড়ে। তাই ফিজিওথেরাপির ব্যায়ামের সাহায্য নিলে চলা ফেরা ভাল হতে পারে এবং শিথিলতা বৃদ্ধি হতে পারে। ব্যথা এবং লিগামেন্টের টেনশান কমানোর জন্য আপনার ডাক্তারবাবু আল্ট্রাসনিক তরঙ্গ দিয়ে চিকিৎসা করার পরামর্শও দিতে পারেন। যাদের রিউমাটয়িড আর্থ্রাইটিস (আর-এ) আছে তাদের হাড়ের জোড়ে উত্তাপ প্রয়োগ করলে পেশীর টেনশান এবং ব্যথা কমে। কাজেই প্রভাবিত জায়গায় গভীর উত্তাপ প্রয়োগ করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ