শেয়ার করুন বন্ধুর সাথে

এই অবস্থার প্রধান লক্ষণ ও উপসর্গগুলো নিচে বলা হলো: ভোরবেলায় আড়ষ্ঠতা যেটা পুরো দিন ক্রমাগত গাঁটের নড়াচড়ার ফলে কমে যায়। ক্লান্তি। অ্যানিমিয়া বা রক্ত কমে যাওয়া। বেদনাদায়ক গাঁট। শুকনো চোখ এবং মুখ। শক্ত মাংসপিন্ড কনুইতে, হাতে, হাঁটুতে এবং অন্যান্য গাঁটে। গাঁটে লালভাব এবং ফোলা। বুকে ব্যথা। জ্বর ও ওজন কমে যাওয়া। বেদনাদায়ক অবস্থাটা হাত ও পায়ে উভয় জায়গাকেই একইসাথে প্রভাবিত করে। এটা 30 বছরের পরে কখনও শুরু হতে পারে এবং পুরুষদের চেয়ে মহিলাদের বেশীই আক্রান্ত করে। কখনো, ফ্লেয়ার-আপটি, মানে, ব্যথা এবং ক্লান্তি প্রদাহের সাথে হঠাৎই ঘটতে পারে এবং অবস্থাটা আরো খারাপ করে তোলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ