জরায়ুর বাহ্যিক প্রবেশপথ হল সার্ভিক্স যা যেকোন রকম ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে জরায়ু ও ডিম্বাশয়কে রক্ষা করে; কিন্তু অসুরক্ষিত যৌন সম্পর্কের ক্ষেত্রে সার্ভিক্সের ক্লেমাইডিয়া ও গনোরিয়া জাতীয় সংক্রমণের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে। এর থেকে অভ্যন্তরীন অঙ্গগুলিতে ব্যাকটেরিয়া পৌঁছে যায় এবং প্রদাহের সৃষ্টি করে। এই রোগের আরেকটি তুলনামূলক অপরিচিত কারণ হল কিছু নির্দিষ্ট চিকিৎসা প্রণালী যেমন, এন্ডোমেট্রিয়াল বায়োপ্সি, জন্মনিরোধক যন্ত্রের প্রবেশ বা গর্ভপাত।