শেয়ার করুন বন্ধুর সাথে

খুব সাধারণভাবে, যৌনবাহিত সংক্রমণের কারণে সারভিক্স উদ্দীপ্ত হয়। এই যৌনবাহিত রোগগুলি হল- ক্লামিডিয়া গনোরিয়া হারপিস অসংক্রামক কারণগুলি হল লেটেক্স অ্যালার্জি এবং ডিউসিং, উভয়ের কারণেই জ্বালাভাব (প্রদাহ) সৃষ্টি হয়। ব্যাকটেরিয়াল ভাজিনোসিস হল যোনির ব্যাকটেরিয়া বা রোগজীবাণু দ্বারা সংক্রমণ যা সারভিসাইটিসের কারণও হতে পারে। যেসব মহিলা ক্যানসারের জন্য রেডিয়েশন থেরাপি নিচ্ছেন তাদেরও সার্ভিক্সের মধ্যে জ্বালাভাব দেখা দিতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ