শেয়ার করুন বন্ধুর সাথে

যে সংক্রমণ একটি ব্যাকটেরিয়া গ্রুপের কারণে হয়, যা মানুষের মধ্যে পরজীবি কীটের কামড়ে, মাছি, এঁটেল পোকার মাধ্যমে পরিবাহিত হয়, সেটাই রিকেটসিয়া নামে পরিচিত। যখন মানুষের শরীরে বসবাসকারী উকুন রিকেটসিয়া প্রোয়াজেকি (এপিডেমিক টাইফাস) ছড়ায় তখন মানুষের শরীরে রিকেটসিয়াল রোগের প্রাদুর্ভাব তখন দেখা যায়। এই রোগে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির শরীরে রোগ ছড়ায় না। রিকেটসিয়া প্রজাতি যারা মানুষের শরীরে এই রোগ সংক্রমণ (যা খুবই বিরল) করতে সক্ষম, সাধারণত অস্ট্রেলিয়ায় এদের পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে: রিকেটসিয়া টাইফি- মুরিন টাইফাস। রিকেটসিয়া অস্ট্রালিস- কুইন্সল্যান্ড টিক টাইফাঁস। রিকেটসিয়া হনেই- ফ্লিন্ডারস আইল্যান্ড স্পটেড জ্বর। অরিএন্টিয়া শুশুগামুশি- স্ক্রাব টাইফাস।