শেয়ার করুন বন্ধুর সাথে

ক্যান্ডিডাল ইনফেকশন হল অন্যতম সাধারণ ফাঙ্গাল ইনফেকশন যা শরীরের বিভিন্ন অংশে ক্ষতি করে। কিছু অবস্থায়, ক্যান্ডিডা সিস্টেমিক ইনফেকশনের কারণও হতে পারে (পুরো শরীরকে নিয়ে), যা গুরুতর পরিস্থিতির উৎপত্তি ঘটাতে পারে। তিন রকমের মূল ক্যান্ডিডাল ইনফেকশনগুলো হল- খাদ্যনালী, গলা ও মুখের ইনফেকশন বা সংক্রমণ। জেনিটাল ক্যান্ডিডাল ইনফেকশন (আরও পড়ুন- ভ্যাজিনাল ইস্ট ইনফেকশন ট্রিটমেন্ট) ইনভেসিভ ক্যান্ডিডাল ইনফেকশন। ক্যান্ডিডা অ্যাল্বিকান্সের সাথে 20 টিরও বেশি ক্যান্ডিডা রয়েছে যা সংক্রমণগুলোর সবচেয়ে সাধারণ কারণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ