শেয়ার করুন বন্ধুর সাথে

এশেরিকিয়া কোলাই, সাধারণত ই. কোলাই নামে পরিচিত, এটি আপনার অন্ত্রে প্রাকৃতিকভাবেই থাকে। 1880র দশকের শেষ দিকে আবিষ্কৃত হওয়ার সময় থেকেই, এই ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়েছে মাইক্রোবাইলোজি এবং বায়োটেকনোলোজির গবেষণায় কারণ এর ব্যবহার সহজ এবং এটি বায়বীয় ও অবায়বীয় দুই অবস্থাতেই বৃদ্ধির ক্ষমতা রাখে। এর 7টি ভিন্ন রোগসম্বন্ধনীয় ধরন রয়েছে, যা একাধিক সংক্রমণের জন্য দায়ী যেমন মূত্রনালীতে সংক্রমণ (ইউটিআই), রক্তে বিষক্রিয়া, মেনিনজাইটিস এবং ডায়রিয়া। ভারতে, প্রতিবছর সাধারণত ই. কোলাই সংক্রমণ দেখা যায়, ডায়রিয়া এবং ইউটিআই এর মধ্যে খুবই সাধারণ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ