Share with your friends

মুদ্রাস্ফীতি ব্যবধান বা ফাঁক: লর্ড কেইনস “ মুদ্রাস্ফীতির ফাঁক ” ধারণার প্রবক্তা । কেইনস তার How to pay নামক পুস্তকে সর্বপ্রথম ইহা ব্যাখ্যা করেন । মুদ্রাস্ফীতির ফাঁককে কেহ সরকারি ব্যয় ও সমাজে প্রাপ্ত প্রকৃত সম্পদের প্রেক্ষিতে পর্যালােচনা করেছেন । আবার কোন কোন অর্থনীতিবিদ একে সামগ্রিক যােগানের উপর অতিরিক্ত চাহিদার আলােকে ব্যাখ্যা করেছেন । কে কে কুরিহারা , অধ্যাপক ফ্লেইন প্রভৃতি অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতির ফাঁক নিয়ে পর্যালােচনা করেছেন । মুদ্রাস্ফীতির ফাঁক এমন অবস্থা নির্দেশ করে যখন চলতি মূল্যে পূর্ণনিয়ােগ স্তরের মােট উৎপাদনের চেয়ে সামগ্রিক ব্যয় বেশি হয় । কেইনসের মতে “ ভিত্তি বছরের দামে যে দ্রব্য সামগ্রি পাওয়া যায় তা অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের বাড়তিটুকুই হল মুদ্রাস্ফীতির ফাঁক ।অর্থাৎ সমাজের মােট ব্যবহার যােগ্য আয় এবং ভিত্তিমূলক দামস্তরে ভােগ্য পণ্যের মােট দামের মধ্যে যে ব্যবধান তাহাই হল মুদ্রাস্ফীতি ফাঁক  ।

Talk Doctor Online in Bissoy App