শেয়ার করুন বন্ধুর সাথে

রুবেলা রোগটিকে অনেকে জার্মান হামও বলে থাকেন। এ রোগের লক্ষণ ও উপসর্গগুলো হামের মতোই। এ রোগের প্রধান লক্ষণ হলো – •গোলাপি রং-এর হালকা দানা দেখা যায়। প্রথমে দানা মুখমন্ডলে বের হয় যা পরবর্তী ৫-৭ দিনের মধ্যে সারা শরীরে ছড়িয়ে যায়। •ঘাড়ের গ্রন্থি ফুলে যাওয়া •অল্প জ্বর, সর্দি ও কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা •চোখ লাল হওয়া •ক্ষুধা মন্দা, বমি বমি ভাব •কিছু কিছু ক্ষেত্রে অস্থি সন্ধি ব্যথা হতে পারে •অস্বস্থিবোধ করা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ