শেয়ার করুন বন্ধুর সাথে

বিশ্বাস আছে বলেই আমাদের শ্বাস আছে। “বিশ্বাসের প্রয়োজনীয়তা আছে কী?” প্রশ্ন তখনই মনে হবে যখন আপনি জীবনের হাল ছেড়ে দিচ্ছেন। বিশ্বাসই আমাদের জীবনের চলার পথে সামনের দিকে ঠেলে দেয়। বিশ্বাস না থাকলে আপনার জীবনটা লাগবে অর্থহীন, সবকিছুর অর্থ হারিয়ে যেতে থাকবে আস্তে আস্তে। বিশ্বাস আছে বলেই আমরা আশা করি, ভরসা করি। বিশ্বাস আছে বলেই আমরা ভালোবাসি। বিশ্বাস আছে বলেই আমরা আগামীতে ভালো করার, ভালো থাকার চেষ্টায় লিপ্ত থাকি প্রতিনিয়ত। বিশ্বাস আছে বলেই আমরা নতুন করে পৃথিবীটাকে সাজানোর চেষ্টা করি। বিশ্বাস ছিল বলেই তো বাংলার ৩০ লক্ষ মানুষ স্বাধীন বাংলাদেশের জন্য শহীদ হয়েছিলেন। বিশ্বাসই আমাদের ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায়। আসলে বিশ্বাস কী, এর প্রয়োজনীয় এগুলোর ব্যাখ্যা দিতে গেলে বিশ্বের সবচাইতে বড় উপন্যাস In Search Of Lost Time এর চেয়েও বড় বই লিখতে হবে। এর পরিচয় আপনি নিজের অন্তরেই খুঁজে পাবেন।