শেয়ার করুন বন্ধুর সাথে

তৈলাক্ত ত্বকের অধিকারি অনেকেই আছেন যারা জানেন না এই তৈলাক্ত ত্বকের আসল কারণটা কী। জেনে নিন তৈলাক্ত ত্বকের কিছু লক্ষণ, কারণ এবং যত্ন সম্পর্কে। তৈলাক্ত ত্বকের উপসর্গ – চকচকে এবং পিচ্ছিল একটা ভাব থাকে কপালে, নাকে এবং থুতনিতে। – ত্বকটি নরমাল বা স্বাভাবিক ত্বকের চেয়ে ঘন ,মোটা থাকে। – মুখের পোরগুলো বড় থাকে এবং খালি চোখেই দেখা যায়। – ব্রন ,ব্ল্যাকহেডস ,হোয়াইট হেডস এবং গুটিগুটি উঠে মুখে। – মুখ ধোয়ার কিছু সময় পরেই মুখ তৈলাক্ত হয়ে যায়। – ঘুম থেকে ওঠার পর মুখ অতিরিক্ত তৈলাক্ত থাকে। – নাকের চারপাশে সাদা সাদা চামড়া থাকে। – চুল তৈলাক্ত থাকে। তৈলাক্ত ত্বকের কারণ : তেল গ্রন্থিগুলো মানে সিবেসিয়াস গন্থি সক্রিয় হলে সেবাম উৎপন্ন হয়। সেবাম একটি তৈলাক্ত উপাদান যা এই গ্রন্থিতে উৎপন্ন হয়। এর কাজ মূলত আমাদের ত্বকে ময়েশ্চারাইজিং করা এবং আমাদের ত্বককে বাইরের শুষ্ক আবহাওয়া থেকে বাঁচানো। কিন্তু অতিরিক্ত সেবাম ত্বককে তৈলাক্ত করে এবং ব্রন বা ব্রন রিলেটেড সমস্যা তৈরি করে। এই অতিরিক্ত সেবাম তৈরীর কারণ হল : ১.বংশগত : যাদের পরিবারে কারো তৈলাক্ত ত্বক থাকে সাধারণত তাদেরও ত্বক তৈলাক্ত হয়।তবে সুসংবাদ যে ,বয়সের সাথে এই তেল গ্রন্থিগুলোর তেল উৎপাদন কমে যায়। ২.হরমোন অথবা হরমোনের ভারসাম্য নষ্ট হলে : বয়ঃসন্ধিকালে এন্ড্রোজেন নামক হরমোন নিঃসরণ হয় যা সিবেসিয়ান গ্রন্থিকে উত্তেজিত করে ফলে অতিরিক্ত সেবাম উত্পন্ন হয়। এছাড়া গর্ভাবস্থা, মেনোপোজ এবং জন্মনিয়ত্রণ বড়ির জন্য সেবাম তৈরী বেশি হয়। ৩.কসমেটিক : তেলযুক্ত প্রসাধনী ব্যবহারের কারণেও ত্বক তৈলাক্ত হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ