আপনি কিসের ভিক্তিতে বলছেন তা বলেননি। আপনি কি জানেন, এক সময় রাশিয়াই ছিল প্রথম, পরে রাশিয়া ভেঙ্গে যেয়ে দুর্বল হয়ে পড়ে। রাশিয়ার কাছে আমেরিকার সমান প্রযুক্তি রয়েছে বরং কিছু ক্ষেত্রে রাশিয়া এগিয়ে। এখনো নাসা কে রকেট ইঞ্জিন সরবরাহ করে রাশিয়া তা কি জানেন। বর্তমান রাশিয়ার দুর্বলতা হচ্ছে অর্থনীতি। রাশিয়া বিশাল দেশ হওয়া সত্বেও অধিকাংশ জায়গা শীতল, বনভুমিতে ঢাকা। বসবাসের উপযুক্ত নয়। রাশিয়ার জনসংখ্যা আয়তনের তুলনায় নগন্য। রাশিয়া ভেঙ্গে উপযুক্ত স্থান গুলো ১৭ টি স্বাধীনদেশ হয়েছে। এ কারনেই উৎপাদন ব্যবসা বানিজ্য ইত্যাদির অবকাঠামো শেষ হয়ে গেছে বলে দুর্বল। অন্যদিকে রাশিয়া ভাঙ্গনের আগে সব ছিল বলে বাইরে থেকে মেধাশক্তি সংগ্রহে রাশিয়া এগুইনি। কিন্তু আমেরিকা রাশিয়ার সাথে পাল্লা দিতে পৃথিবীর যেকোন দেশের মেধাশক্তি টাকা অফার, সুযোগ ইত্যাদি নিয়া নিজে উন্নত হয়েছে। আমেরিকার অধিকাংস স্থান বসবাস সহ উৎপাদন উপযুক্ত। কোন স্টেট ভাঙ্গেনি। এছাড়াও ১৯৪৭ এর পর ইউরোপ আমেরিকার সাথে জোট করে আর রাশিয়া একা পড়ে থাকে তাই আজ রাশিয়ার সেই দাপট নাই। তথাপি সামরিক অস্ত্রে রাশিয়া এখনো প্রথম। তবে এখানেও যে দুর্বলতা আছে তা হচ্ছে এসব অস্ত্রপাতি, প্রযুক্তি ব্যবহারের জন্য সেনাবাহিনীর অভাব রয়েছে। যাই হোক রাশিয়া সব কিছু কেটে উঠিতেছে। যদিও তাদের উত্থান পতনে আমাদের লাভ লস নাই।