শেয়ার করুন বন্ধুর সাথে

চিরুনি দিয়ে চুল আচড়ে সেটা দিয়ে কাগজের টুকরােকে আকর্ষণ করা বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ-বিকর্ষণ আমাদের অনেকেই কখনাে না কখনাে করেছি। যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয় আসলে দুটি একই বল-শুধুমাত্র দুইভাবে দেখা যায়। শুধু মাত্র এই বলটা আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই করতে পারে অন্যগুলাে শুধু আকর্ষণ করতে পারে বিকর্ষণ করতে পারে না। মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা অনেক শক্তিশালী। কথাটা যে সত্যি সেটা নিশ্চয়ই তােমরা অনুমান করতে পারবে কারণ যখন একটা চিরুনি দিয়ে চুল আচড়ে একটা কাগজকে আকর্ষণ করে তুলে নাও তখন কিন্তু সেই কাগজটাকে পুরাে পৃথিবী তার সমস্ত ভর দিয়ে তৈরি মাধ্যাকর্ষণ বল দিয়ে টেনে রাখার চেষ্টা করে তবুও তােমার চিরুনির অল্প একটু বিদ্যুৎ সেই বিশাল পৃথিবীর পুরাে মাধ্যাকর্ষণকে হারিয়ে দেয়।