শেয়ার করুন বন্ধুর সাথে

আলপিনের মাথার সমান এক কোর হলো চৌম্বক পদার্থ দ্বারা তৈরি আংটির মতো একটি বলয়। কম্পিউটারের প্রাথমিক স্মৃতিতে এই ধরনের কয়েক হাজার কোর থাকতে পারে। চৌম্বক ক্ষেত্র দ্বারা এক একটি কোরে বিট সংরক্ষণ সম্ভব। কোরে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে কোরের মধ্যে স্থাপিত তার দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের উপর। যদি কোরের অভ্যন্তরীণ তার দিয়ে একদিকে বিদ্যুৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রকে বিট-০ রক্ষণের অবস্থা ধরা হয়, তাহলে বিপরীত দিকে প্রবাহের জন্য উল্টো চৌম্বক ক্ষেত্রকে বিট-১ রক্ষণের অবস্থা ধরা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ