Share with your friends

কম্পিউটারের স্মৃতিতে বিট, বাইট বা কম্পিউটারের শব্দ ধারণের সংখ্যা দ্বারা ধারণ ক্ষমতা নির্দেশ করা যায়। সাধারনতঃ বাইট দিয়ে স্মৃতির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয়। তবে বলা দরকার যে বিট হচ্ছে কম্পিটারের সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক। এদের মধ্যে সম্পর্ক নিচে তুলে ধরা হলঃ 8 Bit  = 1Byte 1024 Byte  = 1 Kilobyte (KB)  [1 Byte = 1 Character] 1024 Kilobyte  = 1 Megabyte (MB) 1024 Megabyte  = 1 Gigabyte (GB) 1024 Gigabyte = 1 Terabyte (TB)

Talk Doctor Online in Bissoy App