শেয়ার করুন বন্ধুর সাথে

ব্লাড ক্যান্সারের প্রকারভেদ ব্লাড ক্যান্সার সাধারণত দুধরনের– একিউট (Acute) ও ক্রনিক (Chronic)। প্রথমটি দ্রুত প্রসারমান এবং সাধারণত ছোটদের বেশি হয়। অন্যদিকে, দ্বিতীয়টি ধীরগতিতে প্রসারমান ও বড়দের বেশি হয়। Acute কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. Acute Lymphoblastic Leukaemia এবং ২. Acute Lymphocytic Leukaemia. আবার, Chronic কে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. Chronic Lymphocytic Leukaemia এবং ২. Chronic Myclaid Leukaemia.