শেয়ার করুন বন্ধুর সাথে

ব্লাড ক্যান্সার হলো রক্তের, বিশেষ করে শ্বেত রক্ত কণিকার এক ধরনের ক্যান্সার। এ রোগকে লিউকেমিয়াও বলা হয়। এ রোগে বোন ম্যারো (Bone marrow) অস্বাভাবিক ধরনের শ্বেত রক্ত কণিকা তৈরি করে, যা যথাযথভাবে কাজ করতে পারে না। রক্তে যখন এ ধরনের শ্বেত রক্ত কণিকার আধিক্য ঘটে তখন তা স্বাভাবিক শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকার পরিমাণ কমিয়ে দেয়। এ অবস্থাকে বলা হয় লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার।