Share with your friends

মানুষবিহীন স্বয়ংক্রীয়ভাবে পরিচালিত অর্থ লেনদেন ব্যবস্থাকেই এটিএম বা স্বয়ংক্রীয় গণনা যন্ত্র বলে। অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় সেবা প্রদানকারী যন্ত্র। এটি একটি প্লাস্টিক কার্ড, যা নগদ জমা এবং উত্তোলনের কাজে চব্বিশ ঘন্টা ব্যবহৃত হয়ে থাকে। এটি এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা প্রতিষ্ঠানের লবিতে, এপার্টমেন্ট কমপ্লেক্স, বাণিজ্যিক এলাকা, শপিং সেন্টার, কারখানা এলাকা ইত্যাদি যে কোন এলাকায় স্থাপন করা যায়। এর মাধ্যমে ব্যাংকগুলাে তাদের বিভিন্ন খুচরা সেবাগুলাে গ্রাহকদের অতি সন্নিকটে পৌছে দিতে পেরেছে। সারা দেশে প্রায় প্রত্যেকটি ব্যাংকের নিজস্ব বুথের পাশাপাশি শেয়ারড বুথও রয়েছে। এতে সুবিধা হলাে যেমন- (ক) চেক প্রয়ােজন হয় না (খ) স্বাক্ষর মিল-অমিলের কোন সংশয় নেই (গ) ৩৬৫ দিনের যে কোন সময়ে সেবা প্রাপ্তির সুবিধা (ঘ) কাউন্টারে যন্ত্রণাদায়ক ভিড়ের মধ্যে পড়ে থাকতে হয় না (ঙ) সহজে বহনযােগ্য (চ) সকল পক্ষের সময় ও অর্থ সাশয় ইত্যাদি।

Talk Doctor Online in Bissoy App