শেয়ার করুন বন্ধুর সাথে

রাসায়নিক গণনার অর্থ হলাে রসায়ন সংক্রান্ত বিভিন্ন ধরনের গণনা বা হিসাব। রসায়নের সব শাখাতেই রাসায়নিক গণনার প্রয়ােজন হয়। এই গণনায় মৌলের পারমাণবিক ভর, আণবিক ভর, যৌগের আণবিক সংকেত, সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ এবং বিভিন্ন রাসায়নিক পরীক্ষায় পর্যবেক্ষণ লব্ধ উপাত্ত (data) ব্যবহার করা হয়। রাসায়নিক গণনাকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যেতে পারে। যথা– ১। যৌগের আণবিক সংকেত থেকে তার উপাদান মৌলগুলির শতকরা সংযুক্তি গণনা। ২। স্থূল সংকেত নির্ণয়। ৩। আণবিক সংকেত নির্ণয়। ৪। রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ক ও উৎপাদের ভর ও আয়তন (গ্যাসের) নির্ণয়। ৫। দ্রবণের ঘনমাত্রার হিসাব (বিভিন্ন এককে) বা গণনা। ৬। আয়তনমিতিক বিশ্লেষণের গণনা। ৭। ওজনমিতিক বিশ্লেষণের গণনা। ৮। রাসায়নিক পরীক্ষার উপাত্ত থেকে মৌল, যৌগ বা বিক্রিয়ার ভৌত ধর্ম (যথা- ঘনত্ব, হার ইত্যাদি) গণনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ