শেয়ার করুন বন্ধুর সাথে

যেকোন কালারের কাপরের দাগ তুলতে লেবুর রসের তুলনা নেই। আপনি ৩/৪ ফোটা লেবুর রস নিয়ে ঘসুন বা লেবুর রস বের না করে উক্ত (লেবুর কাটা অংশ) লেবু দিয়েই ঘসুন আসতে আসতে দেখবেন উঠে যাবে। আর যদি সাদা কাপর হয় তাহলে লেবুর রস বা ব্লিচিং পাউডার দিয়ে তুলতে পারেন তবে বেশি পরিমানে প্রয়োগ করলে কাপর নষ্ট হবে । তাছাড়া দারুন কার্যকরি হলো শ্যাম্পু। যেকোনো শ্যম্পু দিয়ে দাগে লাগিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে। এরপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। আবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ধুতে পারেন। দাগে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিন ১ ঘন্টার মত রাখুন এর পর ঘসে নিন দাগ চলে যাবে। ধন্যবাদ।