শেয়ার করুন বন্ধুর সাথে

বাইত আল কুরআন (আরবি: بيت القرآن‎‎, অর্থ: কুরআনের ঘর) বাহরাইনের হুরায় অবস্থিত ইসলামি শিল্পের উপর বিশেষায়িত একটি কমপ্লেক্স। এটি ১৯৯০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই কমপ্লেক্স এখানকার ইসলামি জাদুঘরের জন্য প্রসিদ্ধ। এটি পৃথিবীর প্রসিদ্ধতম ইসলামি জাদুঘরগুলোর মধ্যে অন্যতম। বাইত আল কুরআন بيت القرآن প স্থাপিত ১৯৯০ অবস্থান হুরা মানামা, বাহরাইন ধরন ইসলামী সংগ্রহের আকার ১০,০০০ বই ও পাণ্ডুলিপি পরিচালক সামার আল গাইলানি[১] ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট