ডায়াবেটিস হয়েছে নাকি যেভাবে বুঝবেন:- ডায়াবেটিস হলে সাধারণত যেসব লক্ষন ও উপসর্গ গুলো দেখা দেয়:  *.ঘন ঘন প্রস্রাব হওয়া,  *.খুব বেশী পিপাসা লাগা,  *.বেশী ক্ষুধা পাওয়া,  *.যথেষ্ঠ খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া,  *.ক্লান্তি ও দুর্বলতা বোধ করা *.ক্ষত শুকাতে দেরী হওয়া,  *.খোশ-পাঁচড়া,ফোঁড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেওয়া,  *.চোখে কম দেখা ডায়াবেটিসের, প্রকারভেদ ডায়াবেটিসের মূলত চারটি ধরন রয়েছে। ট্রিটমেন্টের পাশাপাশি ব্যায়াম করতে হবে।