সাক্ষ্য আইন ১৮৭২ ধারা ২৫: পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমান করা যাবে নাঃ- কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি পুলিশ অফিসারের নিকট কোন স্বীকারোক্তি প্রদান করে থাকলে তা তার বিরুদ্ধে প্রমান করা যাবে না। আলোচনাঃ সাক্ষ্য আইনের ২৫ ধারার বক্তব্য হচ্ছে যে পুলিশের নিকট বা তার সামনে আসামীর দোষ স্বীকার তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে প্রমান করা যাবে না। এই ধারার মূল উদ্দেশ্য হচ্ছে যে অসহায় অভিযুক্তকে পুলিশের হাত থেকে রক্ষা করা। পুলিশ যাতে বে-আইনি ভাবে কাউকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে না পারে সে জন্য এই ধারা রক্ষা কবচ হিসাবে কাজ করে। যে কোন পদবীরই পুলিশ অফিসার হন না কেন তার সামনে স্বীকারোক্তি আইনে অপ্রাসঙ্গিক। তবে পুলিশ অফিসার যদি অজান্তে অভিযুক্তের বক্তব্য শুনে ফেলেন যেখানে অভিযুক্ত ব্যক্তি সম্পুন্ন স্বাধীন ভাবে ও সকল প্রকার প্রভাব থেকে মুক্ত হয়ে স্বেচ্ছায় অন্য কোন ব্যক্তির নিকট স্বীকারোক্তি প্রদান করতে ছিল, তাহলে এই ক্ষেত্রে ঐ পুলিশ কর্মকর্তা আদালতে সাধারণ সাক্ষীর ন্যায় তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে পারবেন।