যানবাহনে যাতায়াত বিশেষ করে বাস ও বিমানে যাতায়াতের সময় অনেক কারণেই বমি আসতে পারে।যেমন অতিরিক্ত ঝাঁকুনি , অনেকে এসি র জন্য বমি করে , ইত্যাদি।তবে অনেকে কোনো কারণ ছাড়াই বমি করে। মূলত এটা স্নায়বিক দুর্বলতার জন্য হয়। যাদের স্নায়ু দুর্বল , যাতায়াতের সময় বন্ধ ঘরসুদ্ধ গাড়ি চলাচলকে মস্তিষ্ক কিছুতেই মেনে নিতে পারে না। মস্তিষ্ক দেখে যে পা হাটছে না কিন্তু স্নায়ু হাটা ও নরাচরার সিগনাল দিচ্ছে আবার চোখতো গাড়ির ভিতরে স্থিরই দেখছে। এই অবস্থায় ব্রেইন ধরে নেয় যে পেটে কোনো বিষ গেছে তাই এমন হচ্ছে। ফলে ব্রেইন বমি করে বিষটা বের করার বৃথা চেষ্টা করে। এখন প্রশ্ন হলো কিভাবে স্নায়ু সবল করা যায় । এজন্য আপনাকে ভিটামিন ডি যুক্ত খাবার (ডিমের সাদা অংশ)খেতে হবে।যাতায়াতের সময় বাইরের দৃশ্য দেখতে হবে।