শেয়ার করুন বন্ধুর সাথে

বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে শুন্য। আর বৃত্তের ব্যাসার্ধ শূন্যের চেয়ে বেশী। x^2+y^2=r^2 হল বৃত্তের সমীকরণ। যখন r=0 ,তখন x^2+y^2=0 হবে, আর এটি শুন্য ব্যাসার্ধের বৃত্ত নির্দেশ করে যা মূলত একটি বিন্দুতে পর্যবসিত হলো। বিন্দু মাত্র একটা বিন্দুর সমন্বয়ে গঠিত। আর বৃত্ত তার বক্র রেখার মাঝে অসংখ্য বিন্দু নিয়ে গঠিত। মাত্রিক পার্থক্য হল---- বিন্দু শুন্য মাত্রিক আর বৃত্ত দ্বিমাত্রিক।