১.ডেবিট কার্ডঃআপনার একাউন্টের নির্দিষ্ট একটি এমাউন্টের ভিতর এটি ব্যবহার করতে পারবেন। ক্রেডিট কার্ডঃএক্ষেত্রে নির্দিষ্ট এমাউন্টের পরেও আপনি চাইলে অন্য একটি নির্দিষ্ট এমাউন্টের ভিতর অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারবেন, এবং সেটি নির্দিষ্ট সময়ের ভিতর আবার পরিশোধ করতে হবে. ২.ডেবিট কার্ডের মাধ্যমে আপনার একাউন্ট ব্যালান্স অনুযায়ী টাকা তুলতে বা সামগ্রী ক্রয় করতে পারবেন।ক্রেডিট কার্ড আপনাকে সম্পূর্ণ আলাদা একটি ক্রেডিট লিমিট পর্যন্ত টাকা তুলতে বা সামগ্রী ক্রয় করতে দেয়, যা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হয়। ৩.ডেবিট কার্ডকে প্রিপেইড সিমের সাথে তুলনা করা যায়। আর ক্রেডিট কার্ডকে পোস্টপেইড সিমের সাথে তুলনা করা যায়। ৪.আপনার এ্যাকাউন্টে বা কার্ডে যত টাকা থাকবে তার বেশি ব্যবহার বা খরচ করতে পারবেন না বা তুলতে পারবেন না ডেবিট কার্ডের ক্ষেত্রে।আর ক্রেডিট কার্ডে একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ব্যবহার বা খরচ করতে পারবেন বা তুলতে পারবেন। ৫.ডেবিট কার্ডকে ক্যাশ কার্ড বলা চলে। অপরপক্ষ, ক্রেডিট কার্ডকে এক কথায় লোন কার্ড বলা চলে। ৬.ডেবিট কার্ডে কোন একোয়াটেড মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই) সুবিধা পাওয়া যায় না। অন্যদিকে, ক্রেডিট কার্ডে একোয়াটেড মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই) সুবিধা পাওয়া যায়।