শেয়ার করুন বন্ধুর সাথে

সড়ক দুর্ঘটনা এখন একটি মহামারির নাম। সময়ের সঙ্গে সঙ্গে এ মৃত্যুফাঁদে পা দিয়ে লাশ কিংবা জীবন্ত লাশ হওয়ার ঘটনা ক্রমেই বেড়ে চলছে। প্রতিদিনই কারও না কারও স্বজন হারানোর আর্তনাদ কিংবা দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। বিশেষজ্ঞরা বলছেন, সাত কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এগুলো হল-বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিয়ম ভঙ্গ করে ওভারলোডিং ও ওভারটেকিং করার প্রবণতা, চালকদের দীর্ঘক্ষণ বিরামহীনভাবে গাড়ি চালানো, ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা, আনফিট গাড়ি চলাচল বন্ধে আইনের যথাযথ প্রয়োগের অভাব, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ এবং ঝুঁকিপূর্ণ বাঁক ও সড়কের বেহালদশা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ