শেয়ার করুন বন্ধুর সাথে

মেনোরেজিয়া হওয়ার কারণ গুলো হলো - হরমোণের ভারসাম্যহীণতা,  ভ্রুণকোষের অকার্যকারিতা, জরায়ুর টিউমার হলে, জরায়ুতে পলিপ হলে, এডেনোমায়োসিস (Adenomyosis),  জরায়ুতে কপারটি (IUD) ধারণ, গর্ভকালীন জটিলতা, জরায়ু, ডিম্বাশয় অথবা জরায়ু মুখে ক্যান্সার হলে,  বংশগতভাবে রক্তের রোগের ইতিহাস থাকলে, কিছু কিছু ঔষধ যেমন: এসপিরিন (Aspirin) সেবন ৷ এছাড়া অন্যান্য সমস্যা থাকলে যেমন- শ্রোণীর প্রদাহ, থাইরয়েডের সমস্যা, এন্ডোমেট্রিওসিস এবং যকৃত ও কিডনির অসুখ হলে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ