বিজিবি এর প্রতিটা বর্ডার চেকপোস্টের ক্যাম্পের যিনি কমান্ডার থাকেন তার র‍্যাংক কি? আর সহকারী কমান্ডার থেলে কমান্ডার হতে কত সময় লাগে?
শেয়ার করুন বন্ধুর সাথে
  • বর্ডার চেকপোস্ট ক্যাম্পের কমান্ডারের র‍্যাংক হলঃ  সুবেদার। 
  • বর্ডার চেকপোস্ট ক্যাম্পের সহকারী  কমান্ডারের র‍্যাংক হলঃ  নায়েব সুবেদার।  নায়েব সুবেদার থেকে সুবেদার র‍্যাংক পেতে সময় লাগে সর্বনিম্ন তিন বছর।