প্রতিটা বিষয় 3 দিন করে পড়তে চাচ্ছি? এটা ভালো হবে কী।। পরীক্ষার আর মাত্র 26 দিন আছে।।।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অবশ্যই ভালো হবে,তবে আমি বলব এটার চেয়ে ভালো হবে সব বিষয়ে একটু একটু করে পড়া,সব বিষয় একসাথে এগিয়ে যাওয়া। তা না হলে আপনার নিয়ম মেনে পড়লে প্রবলেম হবে কি,একটা বিষয় পড়ার পর তা কিছুদিন না পড়লে ওই বিষয়ে ধারণা অর্থাৎ পড়াগুলো পুরোপুরি মনে থাকিবে না। তাই সব বিষয় একটু একটু করে পড়লেই ভালো হবে।