Call
এ বিশ্বব্রহ্মাণ্ডের সকল প্রাণী ও বস্তুর একজন স্রষ্টা রয়েছেন, যাঁকে আমরা সৃষ্টিকর্তা বা ঈশ্বর বলি। তিনি এক ও অদ্বিতীয়। তিনি নিরাকার, তবে তিনি সাকার রূপও ধারণ করতে পারেন। যেমন- অবতার, দেবদেবী প্রভৃতি তাঁর সাকার রূপ। ঈশ্বরের স্বরূপ দু’ধরনের। যথা ১. সাকার এবং ২. নিরাকার। সাকার রূপ ঈশ্বরের সাকার রূপ হচ্ছে তাঁর দৃশ্যমান রূপ। যেমন ১. বিভিন্ন অবতার রূপ শ্রীরাম, শ্রীকৃষ্ণ ইত্যাদি। ২. বিভিন্ন দেব-দেবী লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, গণেশ ইত্যাদি। ৩. তাঁর সৃষ্ট সকল জীব। কারণ তিনি জীবের মধ্যে জীবাত্মারূপে অবস্থান করেন। নিরাকার রূপ ঈশ্বরকে আমরা মনে মনে শ্রদ্ধা ও উপাসনা করি। তিনি আমাদের কৃপা করেন। এরূপে তাকে মাত্র অনুভব করা যায়। আর এটিই তাঁর নিরাকার রূপ। যেমন- বায়ু, আলো, শব্দ, গন্ধ ইত্যাদি।