Call
উদারতা একটি মহৎ গুণ। এটি দ্বারা উদারভাব বোঝায়। উদার শব্দটি মহানুভবতা বা সাধুতাকে বোঝায়। উদারতা আমাদের চরিত্রকে উন্নত করে। মনে শান্তি বয়ে আনে। উদারতার কারণে আমরা সবাইকে আপন ভাবতে শিখি। সবার উপকারের জন্য আত্মনিয়োগে ব্রতী হই। উদাহরণস্বরূপ ঋষি বশিষ্ঠের বিশ্বামিত্রের প্রতি বার বার মহানুভবতা’ যা উদারতারই পরিচয় দেয়।