শেয়ার করুন বন্ধুর সাথে

খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে শক্তির পিরামিড বলে। পিরামিডের সবচেয়ে নীচে উৎপাদক স্তরের শক্তির পরিমাণ পরবর্তী ট্রফিক লেভেল গুলোর চেয়ে অনেক বেশি। এজন্য উৎপাদক পিরামিডের ভূমিতে এবং চূড়ান্ত খাদক থাকে সবার উপরে।