শেয়ার করুন বন্ধুর সাথে

শক্তির সংরক্ষণশীলতা নীতি বলতে বোঝায় শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিকরূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।আবার ভরবেগ হচ্ছে কোনো বস্তু এর ভর এবং ঐ বস্তুর বেগের গুণফল।ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুনফল। সুতরাং কোন বস্তুর ভর এবং বেগের গুনফল কে ভরবেগ বলে। কোন বস্তুর ভরবেগ ১০kg m/s বলতে বোঝায় ১০kg ভরের কোন বস্তুর বেগ ১m/s।