বিগলিত NaCl বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহী কারণ সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ তাই এদের গলনাঙ্ক খুব বেশি হয়। উচ্চতাপ প্রয়োগ করে সোডিয়াম ক্লোরাইডকে গলিত করলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে উপস্থিত আয়নিক বন্ধন অর্থাৎ Na+ এবং Cl- আয়নগুলির মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল হ্রাস পায়। এর ফলে আয়নগুলি মুক্তভাবে চলাচল করতে পারে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে মুক্ত আয়নগুলি তড়িৎ পরিবহন করতে পারে। সেজন্য বিগলিত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। কঠিন NaCl বিদ্যুৎ বা তড়িৎ অপরিবাহী কারণ সোডিয়াম ক্লোরাইড একটি কঠিন তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। আয়নীয় যৌগগুলি ক্যাটায়ণ ও অ্যানায়ন গুলি তীব্র কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। এর ফলে সোডিয়াম ক্লোরাইড আয়নগুলি অর্থাৎ Na+ ( ক্যাটায়ন) ও Cl-(অ্যানায়ন) মুক্ত অবস্থায় থাকে না। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে মুক্ত আয়নগুলি তড়িৎ পরিবহন করে। তাই কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না অর্থাৎ অপরিবাহী।